• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শেষ বিতর্কে মুখোমুখি হিলারি-ট্রাম্প

অনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর ২০১৬, ১০:২৫

তৃতীয় ও শেষ বিতর্কে মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দু’দলের প্রার্থী হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রাত ৯ টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭ টায়) লাস ভেগাসের ইউনিভার্সিটি অব নেভাদায় দেড় ঘণ্টাব্যাপী এ বিতর্ক অনুষ্ঠিত হবে।

বিতর্কটি সঞ্চালনা করবেন ফক্স নিউজ সানডের উপস্থাপক ক্রিস ওয়ালেস। ১৫ মিনিট করে ছ’টি ধাপে এ বিতর্ক অনুষ্ঠিত হবে। বিতর্কের ছ'টি প্রধান বিষয়বস্তু হল অভিবাসন, ঋণ, সুপ্রীম কোর্ট, অর্থনীতি, পররাষ্ট্রনীতি এবং প্রেসিডেন্ট প্রার্থীদের শারীরিক ফিটনেস।

প্রথম দু’বিতর্কে হিলারির কাছে পরাজিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এরপরই তার জনপ্রিয়তা কমতে শুরু করে। সে ধারায় বাড়তি যোগ হয় যৌন হয়রানির অভিযোগ। একের পর এক যৌন হয়রানির অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প।

এদিকে জরিপে অনেকটাই এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। ইলেক্টোরাল কলেজ ভোটেও এগিয়ে তিনি। তাই শেষ বিতর্কে জয়লাভ করে নিজের শক্ত অবস্থান ধরে রাখার চেষ্টা করবেন হিলারি।

অপরদিকে প্রতিযোগিতায় টিকে থাকতে বিতর্কে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে হবে ট্রাম্পকে।

সারা বিশ্বে প্রায় ৬ কোটি ৩০ লাখ দর্শক এ বিতর্ক উপভোগ করবেন বলে ধারণা করা হচ্ছে।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh