• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শহর মেক্সিকোর লস ক্যাবোস

আন্তর্জাতিক ডেস্ক

  ১০ মার্চ ২০১৮, ১৩:০৬

বিশ্বের সহিংসতম ৫০টি শহরের বেশির ভাগই দক্ষিণ ও মধ্য আমেরিকার। সম্প্রতি প্রকাশিত এক জরিপে এমনটাই জানা গেছে। ওই তালিকার মধ্যে ৪২টি শহরই দক্ষিণ আমেরিকার। খবর দ্য সানের।

নতুন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর লস ক্যাবোস শহর হচ্ছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শহর। আর তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে ভেনেজুয়েলার কারাকাস এবং মেক্সিকোর আকাপুলকো শহরের নাম।

গেলো এক দশক ধরে বন্দুক সহিংসতা ও সংঘবদ্ধ অপরাধের কারণে শহর দুটি জর্জরিত।

--------------------------------------------------------
আরও পড়ুন: জাতিগত নিধনের প্রমাণ চেয়েছে মিয়ানমার
--------------------------------------------------------

এদিকে ওই তালিকায় যুক্তরাষ্ট্রেরও বেশ কয়েকটি শহরের নাম রয়েছে। এরমধ্যে সেন্ট লুইস শহরের অবস্থান ১৩তম। আর সহিংসতার মাত্রার ভিত্তিতে বাল্টিমোর শহরের অবস্থান ২১তম।

শহর দুটিতে দারিদ্র্যের হার অনেক বেশি আর অস্থিতিশীল স্থানীয় রাজনীতির কারণে সেখানে সহিংসতার মাত্রা ব্যাপক।

এছাড়াও নিউ অরলিন্স ও ডেট্রোয়েটও ওই তালিকায় রয়েছে। দক্ষিণ আফ্রিকার কেপটাউন, ডারবান ও নেলসন ম্যান্ডেলা বে শহরের নামও ওই তালিকায় রয়েছে।

জ্যামাইকা, হন্ডুরাস, পুয়ের্তো রিকো, কলম্বিয়া, এল সালভেদর ও গুয়েতেমালার শহরের নামও সবচেয়ে বিপজ্জনক শহরের তালিকায় রয়েছে।

সবচেয়ে বিপজ্জনক ৫০টি শহরের ওই তালিকায় ১৭টিই ব্রাজিলের শহর। এরপর সংখ্যার বিচারে যে দেশগুলো আছে সেগুলো হচ্ছে মেক্সিকো, ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন:

এ/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh