• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টেলিভিশন কর্মী হচ্ছেন ওবামা!

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ মার্চ ২০১৮, ০৯:২২

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে এবার ক্যামেরার সামনে সঞ্চালক হিসেবে দেখা যাবে।অথবা ক্যামেরার পেছনে তাকে প্রযোজক হিসেবেও দেখা যেতে পারে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বিনোদন সংস্থা নেটফ্লিক্সের সঙ্গে ‘প্রেসিডেন্ট আমলের বলা না বলা কথা’এর ঝুড়ি নিয়ে নতুন একটি ধারাবাহিক করার ব্যাপারে আলোচনা করেছেন ওবামা। ওবামা কিংবা নেটফ্লিক্স কারও পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। খবর সিএনএনের।
--------------------------------------------------------
আরও পড়ুন: ট্রাম্পকে সমালোচকদের ব্লক না করার পরামর্শ বিচারকের
--------------------------------------------------------

খবরে আরও বলা হয় ওবামাকে ক্যামেরার সামনে অথবা পেছনে দুই জায়গাতেই দেখা যেতে পারে।

সিএনএন আরও জানায়, ওবামা ও নেটফ্লিক্সের সঙ্গে কথাবার্তা চলছে। এখনও চুক্তিটি চূড়ান্ত হয়নি। এটা চূড়ান্ত হলে ওবামার পাশাপাশি তার স্ত্রী মিশেলও এ ধারাবাহিকে যুক্ত হবেন।

মূলত যুক্তরাষ্ট্রের গল্পই তুলে ধরা হবে সেখানে। ওবামার প্রেসিডেন্ট আমলের মজার মজার অভিজ্ঞতাসহ কিছু গোপনীয় বিষয়ও থাকবে। আর শেষ পর্যন্ত যদি মিশেল ওবামাও অনুষ্ঠানে থাকেন, সেক্ষেত্রে হোয়াইট হাউসের অন্দরমহলের খুঁটিনাটিসহ মার্কিনিদের খাদ্যাভ্যাসের পুষ্টিমান নিয়ে কথা বলবেন তিনি।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh