• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কয়েক সপ্তাহের মধ্যেই ট্রাম্প-কিম আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ মার্চ ২০১৮, ২২:৪২

কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মধ্যকার আলোচনা হবে বলে জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

আফ্রিকার দেশ জিবুতি সফররত টিলারসন শুক্রবার এই তথ্য জানান।

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকবার বলেছেন তিনি কিমের সঙ্গে কথা বলতে চান এবং ঠিক সময়ই দেখা করবেন। তার এই কথার ভিত্তিতে আমি মনে করি তাদের কথা বলার সময় এসেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন তাদের প্রথম সাক্ষাতের সময় নির্ধারণের বিষয়ে একমত হওয়া একটা বিষয়। আলোচনার সব প্রস্তুতি সম্পন্ন করতে কয়েক সপ্তাহের মতো লেগে যেতে পারে।

ট্রাম্প একবার কিমকে উন্মাদ আখ্যা দিয়ে ‘রকেট মানব’ বলে উল্লেখ করেন। গত বছর জাতিসংঘে দেয়া এক ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা তার কোনো বন্ধু দেশ আক্রান্ত হলে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হবে।

জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে পাগল বলে আখ্যায়িত করেন কিম।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে চলা উত্তেজনা ও কথার লড়াইয়ের পর দুই দেশের শীর্ষ নেতার দেখা করার এই সম্ভাবনাকে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ট্রাম্পের সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরলেন বাইডেন
যুদ্ধের জন্য সেনাবাহিনীকে জোর প্রস্তুতির নির্দেশ কিমের
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি
X
Fresh