• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

যৌন হয়রানির অভিযোগে হার্ভার্ড প্রফেসরের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ মার্চ ২০১৮, ১২:১৩

একাধিক যৌন হয়রানির অভিযোগ উঠেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রবীণ প্রফেসর জর্জ ডমিনগেজ’র বিরুদ্ধে। সবশেষ এ অভিযোগে তিনি পদত্যাগ করলেন। খবর নিউ ইয়র্ক টাইমস।

গত রোববার যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখার জন্য জর্জ ডমিনগেজ’কে ছুটিতে পাঠিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু ই-মেইলের মাধ্যমে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি।

ক্রনিক্যালের রিপোর্ট অনুযায়ী, ১৯৮৩ সালে এক নারী প্রফেসরকে যৌন হয়রানির অভিযোগে উঠে ডমিনগেজের বিরুদ্ধে।

ওই নারী প্রফেসর অভিযোগ করেন, ডমিনগেজ তাকে চুমু খাওয়ার চেষ্টা করেন।

উল্লেখ্য, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করা সময় একাধিক বার ডমিনগেজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আসে। কোনো কোনো ক্ষেত্রে গুরুতর অভিযোগও করা হয়।

ক্রনিক্যালের রিপোর্টে আরও দাবি করা হয়েছে, অন্তত ১৮ জন নারীকে যৌন হয়রানির করেছেন জর্জ ডমিনগেজ।

আরও পড়ুন:

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্টার্ন চিকিৎসককে যৌন হয়রানি, শাস্তির দাবিতে মানববন্ধন
যৌন জীবন নিয়ে শ্রীলেখার বিস্ফোরক মন্তব্য
রাস্তায় যৌন হেনস্তার শিকার অভিনেত্রী
জগন্নাথে ছাত্রীকে যৌন নিপীড়ন, আরেক শিক্ষক বরখাস্ত
X
Fresh