• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শ্রীলঙ্কায় জুম্মার সময় হামলার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ মার্চ ২০১৮, ১২:২৩

শ্রীলঙ্কায় বৌদ্ধ-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা রুখতে ১০ দিনের জরুরি অবস্থা জারি করা হলেও ভয়ে আছেন দেশটির মুসলিম সম্প্রদায়ের মানুষ। আজ শুক্রবার জুম্মার নামাজের সময় কট্টরপন্থী বৌদ্ধরা হামলা চালাতে পারে। এমনটা আশঙ্কা করছেন দেশটির মুসলিমরা। খবর আল-জাজিরা।

আল জাজিরার খবরে বলা হয়, দাঙ্গার সূত্রপাত রোববার। শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে এক মুসলিমের গাড়ির চাপায় নিহত হয় এক বৌদ্ধ। এর পর বৌদ্ধদের একটি দল স্থানীয় মুসলিমদের কিছু ব্যবসায় প্রতিষ্ঠান ও বাড়িতে আগুন দেয়। পরে মঙ্গলবার আরও সহিংসতা এড়াতে ১০ দিনের জরুরি অবস্থা জারি করা হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: খুব তাড়াতাড়ি বসবেন ট্রাম্প-কিম
--------------------------------------------------------

ফাতিমা রিজকা নামের এক তরুণী আল জাজিরাকে জানান, আমি আতঙ্কে থাকি এবং সারা রাত ঘুমাতে পারি না। বাড়ির পুরুষরা রাতে পাহারা দিতে যায়। আমরা বাড়িতে একা থাকি। পুলিশ আমাদের নিরাপত্তা দিতে পারছে না।

ফাতিমা আরও বলেন, মুসলিমদের মধ্যে গুঞ্জন উঠেছে, শুক্রবার জুম্মার নামাজের সময় তাদের ওপর হামলা হতে পারে। এ জন্য প্রস্তুতিও নিচ্ছেন তারা। পুরুষরা বিভিন্ন ভাগে নামাজ আদায় করবেন, যেন বাড়িতে নারী ও শিশুরা কখনোই একা না থাকে।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকেই শ্রীলঙ্কায় বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে উত্তেজনা চলছে।

আরও পড়ুন:

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশে বৈশ্বিক গণমাধ্যম তৈরিতে সহযোগিতা করবে কাতার’
মালিতে স্বর্ণের খনির টানেল ধস, নিহত ৭৩
X
Fresh