• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সম্পদ কমেছে ট্রাম্পের: ফোর্বস

আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ মার্চ ২০১৮, ২৩:২১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পদের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে। গেলো বছর প্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পদ ছিল সাড়ে তিনশ’ কোটি মার্কিন ডলার। তবে চলতি বছর তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে তিনশ’ ১০ কোটি মার্কিন ডলারে। খবর সিএনএনের।

বিশ্বখ্যাত দ্য ফোর্বস ম্যাগাজিন ২০১৮ সালের সেরা ধনকুবেরের যে তালিকা প্রকাশ করেছে সেখানেই এমন তথ্য উঠে এসেছে। ওই তালিকায় ট্রাম্পের বর্তমান অবস্থান ৭৬৬। যা গেলো বারের চেয়ে ২২২ ধাপ অবনমনের ঘটনা। ওই বছর ট্রাম্পের অবস্থান ছিল ৫৪৪।
--------------------------------------------------------
আরও পড়ুন: কিম জং নাম'কে হত্যা করা হয়েছে উত্তর কোরিয়ার নির্দেশে
--------------------------------------------------------

ফোর্বস বলছে, ট্রাম্পের আবাসন খাতের মূল্য কমে যাওয়া ও অন্যান্য ব্যবসায় মন্দাই তার সম্পত্তি কমে যাওয়ার কারণ।

এদিকে বিল গেটসকে হটিয়ে ২০১৮ সালের শীর্ষ ধনীর জায়গাটি দখল করে নিয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোস। তার সম্পত্তির মূল্য ১১২ বিলিয়ন মার্কিন ডলার। এরপরই রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং সিইও বিল গেটস। তার সম্পত্তির মূল্য ৯০ বিলিয়ন ডলার।