• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চীনে ইংরেজি ‘এন’ বর্ণ নিষিদ্ধ!

আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ মার্চ ২০১৮, ১২:৪৫

ইংরেজি ‘এন’ বর্ণ ছাড়া চীনের নামই উচ্চারণ করা যায় না। কিন্তু চীনাদের আপাতত কিছুদিন ওই বর্ণ ছাড়াই থাকতে হচ্ছে। কেননা দেশটিতে বর্ণটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শুনতে অবাক লাগলেও এটিই সত্য। চীন সরকার ইংরেজি বর্ণটির ব্যবহার নিষিদ্ধ করেছে। খবর সিএনএনের।

প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদের সময়সীমা আর থাকছে না রোববার এমন খবর ছড়িয়ে পড়ে। এরপর ইন্টারনেটে ‘এন’ বর্ণটি ব্যবহারের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করে চীনা সরকার।

সরকারের ওই সিদ্ধান্তের ব্যাপারে অনলাইন দুনিয়ায় যে সমালোচনার ঝড় উঠেছে সেটি ঠেকাতেই চীনা কর্তৃপক্ষের এমন পদক্ষেপ। ইংরেজি ‘এন’ বর্ণ ছাড়াও ‘অমরত্ব’ এবং ‘সিংহাসনে আরোহণ’ এমন শব্দগুলোও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীনা সরকার।