• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মোদির ভোটার আইডির তথ্য প্রকাশ করা যাবে না

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ মার্চ ২০১৮, ২০:০২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আধার কার্ড ও ভোটার আইডি কার্ডে তথ্য প্রকাশ করা যাবে না। কার্ড দুটিতে ব্যক্তিগত তথ্য থাকে উল্লেখ করে ওই তথ্য প্রকাশ করতে না চাওয়ার প্রধানমন্ত্রী অফিসের সিদ্ধান্ত বহাল রেখেছে দেশটির কেন্দ্রীয় তথ্য কমিশন। খবর এবিপির।

সোনি এস এরামাথ নামে এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে কমিশনের পক্ষ থেকে এ ধরনের জবাব এলো। এর আগে রাইট টু ইনফরমেশন ফর্ম পূরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আধার কার্ড ও ভোটার আইডি কার্ডের তথ্য জানতে চান সোনি।

ওই ব্যক্তির প্রশ্ন ছিল যে দেশটির রাষ্ট্রপতি কী অফিসে বসার সময় নরেন্দ্র মোদির নামে শপথ নিয়েছেন?
--------------------------------------------------------
আরও পড়ুন: ত্রিপুরায় গুঁড়িয়ে দেয়া হলো লেনিনের মূর্তি
--------------------------------------------------------

প্রধানমন্ত্রীর অফিস জানায়, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর নামেই শপথ নেন রাষ্ট্রপতি।

প্রধান তথ্য কমিশনার আর কে মাথুর বলেছেন, তথ্য অধিকার আইন, ২০০৫ এর ৮(১)(ঞ) অনুযায়ী প্রধানমন্ত্রীর আধার কার্ড বা ভোটার আইডি কার্ডের তথ্য প্রকাশ করা যাবে না।

মাথুর বলেন, উত্তরপ্রার্থীর প্রশ্নের জবাবে যে কাজ ও পদক্ষেপ নেয়া হয়েছে তাতে সন্তুষ্ট তথ্য কমিশন।

তাই এ ব্যাপারে কমিশনের অধিকতর হস্তক্ষেপের আর প্রয়োজন নেই।

আরও পড়ুন:

এ/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
সিলেটে পাওয়া যাবে আইসিসি অনুমোদিত বাংলা ব্যাট
শেখ হাসিনাকে  ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
নারী দিবস উপলক্ষে ভারতে রান্নার গ্যাসের দাম কমানোর ঘোষণা
X
Fresh