• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বিজেপির স্লোগানের জবাবে মমতার হুঙ্কার

আমাদের টার্গেট দিল্লির লালকেল্লা

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ মার্চ ২০১৮, ১২:২৩

‘এবার বাংলা, পারলে সামলা’।ত্রিপুরা বিজয়ের পরে এমন স্লোগান দিয়েছিল বিজেপি। বিজেপির স্লোগানের জবাবে সোমবার পুরুলিয়ার উপকণ্ঠে শিমুলিয়ায় প্রশাসনিক জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওদের টার্গেট নাকি বাংলা! আর বাংলা বলে, আমাদের টার্গেট দিল্লির লালকেল্লা। চলো, দিল্লি চলো। চলো, লালকেল্লা চলো।’ খবর আনন্দবাজার পত্রিকা।

মমতা বলেন, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর স্লোগানে বিশ্বাস করি। তাই আগামীদিনে বাংলা দেশ জয় করবে। তার বদলে বাংলা নিজে কিছু নেবে না। সবার পাশে দাঁড়াবে। সবাইকে নিয়ে লড়াই করবে। সবাইকে নিয়ে দেখাবো, বাংলা যা পারে, আর কেউ তা পারে না।

ত্রিপুরায় বিজেপি জয়ের পর আগামী বছরের লোকসভা ভোটে তাদের হারাতে নড়েচড়ে বসেছে আঞ্চলিক দলগুলো। এতে শামিল হতে চান মমতাও।

কলকাতার আনন্দবাজার পত্রিকা জানায়, ‘বাংলা নিজে কিছু নেবে না, সবার পাশে দাঁড়াবে’—এ কথা বলে তৃণমূল নেত্রী বুঝিয়ে দিয়েছেন, তিনি নেপথ্যে থেকেই কাজ করতে চান। প্রস্তাবিত জোটে কংগ্রেসকে এনে আগেই রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে নিতে যে মমতা নারাজ, তাও বলছেন তৃণমূল নেতারা।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোয়ার মিডলের ব্যর্থতায় বৃথা গেল ম্যাগার্ক ঝড়, দিল্লির বড় হার
কেন ইরানের ইস্পাহানকেই টার্গেট করল ইসরায়েল 
‘পরিবারের লোকজনও আমাদের শুধু টাকার গাছ মনে করে’
বিএনপি এখনও টার্গেটে পৌঁছাতে পারেনি : রিজভী
X
Fresh