• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আজান শুনে আবারও বক্তৃতা থামালেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ মার্চ ২০১৮, ১৭:২৬

উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যে গেরুয়া বিপ্লবের পর দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দিল্লিতে বিজেপির নতুন সদর দপ্তরের কাছে যখন এই বক্তৃতা দিচ্ছিলেন, মোদি তখন পাশের একটি মসজিদে আজান শুনে থেমে যান। খবর এনডিটিভির।

শনিবার ত্রিপুরা জয়ের পর মোদি বক্তৃতা দেয়ার মাঝে আজান শুরু হলে প্রায় দুই মিনিটের জন্য নিশ্চুপ হয়ে যান। মোদির বক্তৃতা শুরুর আগে বিজেপি প্রধান অমিত শাহও ওই সমাবেশে বক্তব্য রাখেন।

এরপর নামাজ শেষে বক্তৃতা শুরুর আগে ‘ভারত মাতা কি জয়’ বলে চিৎকার করে ওঠেন মোদি। সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের একই ধ্বনিতে কেঁপে ওঠে বিজেপি অফিস।

তবে এবারই প্রথমবার নয় যে আজান শুনে বক্তৃতা থামিয়ে দিয়েছেন মোদি। এর আগে গেলো বছরের নভেম্বরে গুজরাটে নির্বাচনী প্রচারণা চালানোর সময় আজান শুনে বক্তৃতা থামিয়ে দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

তারও আগে ২০১৬ সালে পশ্চিমবঙ্গেও একই ঘটনা ঘটিয়েছিলেন নরেন্দ্র মোদি। তখন তিনি বলেন, আমি কারও ইবাদতে বাধার সৃষ্টি করতে চাই না। তাই আমি কিছুটা সময় বিরতি নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনাকে  ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
নারী দিবস উপলক্ষে ভারতে রান্নার গ্যাসের দাম কমানোর ঘোষণা
৫ বছর পর এই প্রথম কাশ্মীরে শোভাযাত্রা-সমাবেশ মোদির
বাংলাদেশের চেয়েও ভারতে বেকারত্বের হার বেশি : রাহুল গান্ধী
X
Fresh