• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বুরকিনা ফাসোয় হামলায় নিরাপত্তা কর্মকর্তাসহ নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ মার্চ ২০১৮, ১০:৪৭

বুরকিনা ফাসোর রাজধানী ওগাদোগোতে ফ্রান্সের দূতাবাস ও সেনাবাহিনীর সদরদপ্তরকে লক্ষ্য করে দুটি হামলা চালানো হয়েছে। কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় আটজন নিরাপত্তা কর্মকর্তা ও আটজন হামলাকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮০ জন বেসামরিক ব্যক্তি। খবর বিবিসির।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভস লে দ্রিয়ান বলেছেন, এতে কোনো সন্দেহ নেই এটি একটি সন্ত্রাসী হামলা। তবে কে এই হামলা চালিয়েছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুরকিনা ফাসোর নিরাপত্তামন্ত্রী ক্লেমেন্ট সাওয়াদোগো বলেছেন, সেনা সদরদপ্তরে একটি আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তিনি বলছেন, সন্ত্রাসবিরোধী একটি আঞ্চলিক বৈঠককে সামনে রেখে ওই হামলা চালানো হয়ে থাকতে পারে।

নিরাপত্তামন্ত্রী সাওয়াদোগো বলেন, ওই বোমার বিস্ফোরণে একটি রুম ধ্বংস হয়ে গেছে। তবে ওই হামলার পর আঞ্চলিক বৈঠকটি অন্য জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।