• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সুইস রাজধানীতে বোমা হামলার হুমকি, প্রধান রেলস্টেশন বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

  ০২ মার্চ ২০১৮, ২১:২৯

সুইজারল্যান্ডের রাজধানী বার্নের প্রধান রেলস্টেশনে বোমা হামলার হুমকির পর সেটি বন্ধ করে দেয়া হয়েছে। শুক্রবার ওই হুমকির পরিপ্রেক্ষিতে দেশটির রেলস্টেশনের নিকটবর্তী একটি স্থান ঘিরে রেখেছে পুলিশ। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

বার্ন পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, আমরা একজনকে আটক করেছি। তবে আরও চেক করা হচ্ছে।

স্থানীয় পরিবহনকে ওই স্থান এড়িয়ে চলতে বলা হয়েছে। তবে পুলিশ বলছে, রেল যোগাযোগ ব্যাহত হয়নি।

পুলিশ বলছে, হেইলিগ্গেইস্তিরকে বা চার্চ অব দ্য হোলি গোস্টের আশপাশের এলাকা নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ থাকবে।