• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

আজারবাইজানে অগ্নিকাণ্ডে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক

  ০২ মার্চ ২০১৮, ১৭:৩৩

আজারবাইজানের রাজধানী বাকুতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ওই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। খবর ইন্ডিপেন্ডেন্ট, বিবিসির।

আজেরি নিউজ চ্যানেল সাহার টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, একতলা বিশিষ্ট কাঠের ভবনের বন্ধ জানালা দিয়েছে অগ্নিশিখা বেরুচ্ছে।

শুক্রবার সকালে খাতাই জেলা শহরের রিপাবলিকান নারকোলজিকাল সেন্টারে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনী স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটের দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে ২৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। যদিও স্থানীয় মিডিয়ার খবরে বলা হচ্ছে, এ ঘটনায় ৩০ জন নিহত হয়েছে।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, বিছানায়পড়া রোগীদের একটি ওয়ার্ডে বৈদ্যুতিক ত্রুটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

আজারবাইজানের জেনারেল কৌঁসুলির অফিস জানিয়েছে, ওই ভবন থেকে ৩১ জনকে উদ্ধার করা হয়েছে।

আজারবাইজানের সংবাদ সংস্থা এপিএ বলছে, চারজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট ইলহ্যাম আলিয়েভ ঘটনাস্থল রিপাবলিকান নারকোলজিকাল সেন্টার পরিদর্শন করেছেন।

কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে ব্যাপারে তদন্ত চলছে।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
মহিপুরে অগ্নিকাণ্ড, ২৩ মৎস্য আড়ৎ পুড়ে ছাই
নোয়াখালীতে আগুনে পুড়ল ৭ দোকান
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
X
Fresh