• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ব্রাজিলের পাসপোর্ট বানিয়েছিল কিম ও তার বাবা

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৯

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও তার বাবা প্রয়াত কিম জং ইল প্রতারণার আশ্রয় নিয়ে ব্রাজিলিয়ান পাসপোর্ট যোগাড় করেছিলেন। ইউরোপের শীর্ষ পাঁচজন নিরাপত্তা কর্মকর্তা বলছেন ১৯৯০ এর দশকে পশ্চিমা দেশে ঘুরতে যেতে ওই পাসপোর্ট ব্যবহার করে তারা ভিসার জন্য আবেদন করেন। খবর চ্যানেল নিউজ এশিয়ার।

ওই পাসপোর্টে উত্তর কোরিয়ার বর্তমান নেতার নাম লেখা ছিল ‘জোসেফ পোয়াগ’। আর তার বাবার নাম লেখা ছিল ‘ইজং চোয়’। ওই পাসপোর্ট ব্যবহার করে কমপক্ষে দুইটি দেশে ভিসার জন্য আবেদন করেছিলেন তারা। আগেও কিম পরিবার মিথ্যা পরিচয় ব্যবহার করে ভ্রমণ করেছে বলে জানা যায়। কিন্তু ব্রাজিলিয়ান পাসপোর্টের ওই ফটোকপি এর আগে কখনও প্রকাশ করা হয়নি।

একজন সিনিয়র পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেছেন, তারা ব্রাজিলিয়ান পাসপোর্ট ব্যবহার করে বিদেশি দূতাবাস থেকে ভিসা পাওয়ার চেষ্টা করেছে।

তিনি বলেন, এরমধ্য দিয়ে ক্ষমতাসীন পরিবারের বিদেশ ভ্রমণ ও পালানোর সম্ভাব্য একটি চেষ্টা লক্ষ্য করা যায়।