• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

প্রধানমন্ত্রীর প্রশংসায় মোদি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ অক্টোবর ২০১৬, ১১:১৩

জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে এ প্রশংসা করেন তিনি। পররাষ্ট্রসচিব এম শহীদুল হক এ কথা জানিয়েছেন।

বহুল প্রতীক্ষিত এ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হলো ভারতের গোয়াতে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় এ বৈঠকে উঠে আসে সন্ত্রাস দমন, তিস্তা ও পারস্পরিক অন্যান্য বিষয়।

পররাষ্ট্রসচিব বলেন, দু’নেতার মধ্যে বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে সার্ক নিয়েও। প্রটোকলের বাইরেও দু’দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে আরও বৈঠক হওয়া উচিত বলে একমত হন দু’নেতা।

সার্কের বিষয়ে আলোচনা সম্পর্কে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সার্ক সম্মেলন হবার কোন অর্থ নেই বলে সম্মত হয়েছেন শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি।

বৈঠকে তিস্তা চুক্তি বাস্তবায়নের আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসব ছাড়াও দু’দেশের মধ্যে বিদ্যমান চুক্তির চলমান অবস্থাও উঠে আসে ঘন্টাব্যাপি এ বৈঠকে।

এফএস/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh