• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ২০:১৮

আফগানিস্তানে সংঘাতের ‘শান্তিপূর্ণ সমাধানের’ লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে তালেবান। দেশটিতে সাম্প্রতিক মাসগুলোতে হামলা বেড়ে যাওয়ার পর তালেবানদের পক্ষ থেকে এ ধরনের প্রস্তাব এলো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন সামরিক নীতি ঘোষণার পরই মূলত তালেবানদের কিছু নমনীয় হতে দেখা গেল।

সোমবার এক বিবৃতিতে তালেবানরা পলিটিকাল অফিস অব ইসলামিক এমিরেটের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের আলোচনার আহ্বান জানিয়েছে। তবে ওই বিবৃতির পর কোনো প্রতিক্রিয়া দেখায়নি যুক্তরাষ্ট্র।

কাবুলে দ্বিতীয় দফায় আঞ্চলিক শান্তি সম্মেলনের একদিন আগে তালেবান এই আহ্বান জানালো। ওই সম্মেলনে ২৫টি দেশের প্রতিনিধিরা সন্ত্রাস ও সংঘাত মোকাবেলা কৌশল নিয়ে আলোচনা করবেন।