• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যুক্তরাজ্যের লেইচেস্টারে বিস্ফোরণে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৩

যুক্তরাজ্যের লেইচেস্টার শহরে রোববার সন্ধ্যায় হঠাৎ রহস্যময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি দোকান ও তার উপরের অ্যাপার্টমেন্ট উড়ে গেছে। এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৪ জন। এমন তথ্য নিশ্চিত করেছে পুলিশ। খবর বিবিসির।

ঘটনার পরপরই সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হাজির হন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এই ঘটনায় আরও অন্তত ৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানানো হয়েছে।

এ বিস্ফোরণের কোনো কারণ জানা যায়নি। এ কারণে বিষয়টিকে রহস্যময় বিস্ফোরণ হিসেবেই ধরা হচ্ছে। তবে এ ঘটনার সঙ্গে সন্ত্রাসীদের কোনো যোগসূত্র পায়নি পুলিশ।

ঘটনাস্থলে ব্যাপক আগুন ও নিম্নমাত্রার শব্দ ছড়িয়ে পড়ে। তবে এতে ঘটনাস্থল ও আশপাশের মাটিও কেঁপে ওঠে। এ বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলের আশপাশের ৬০টি বাড়িঘরের লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলেছে।

ঘটনাস্থলে কেউ আটকে আছে কি না, সে বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত পুলিশ ও উদ্ধারকারীরা অভিযান পরিচালনা করছে।

শহরের পুলিশ সুপার শেন ওনিল জানিয়েছেন, বিস্ফোরণের পেছনে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পৃক্ততা নেই। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পরপরই আশপাশের ভবনের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোকানটি আগে লন্ড্রি হিসেবে চালু ছিল। পরে একে পোলিশ সুপার মার্কেটে রূপান্তর করা হয়।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ
বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ
বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ১, আহত ২
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪ 
X
Fresh