• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘ভারতের মুসলিমরা রামের বংশধর, বাবরের নয়’

আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৪১

ভারতের মুসলিমরা রামের বংশধর, বাবরের নয়। বাবরি মসজিদ নিয়ে ভারতে মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম)’র প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির মন্তব্যের বিরোধিতা করে এমনটা বললেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। খবর ইন্ডিয়া টুডে।

গিরিরাজ সিং বলেন, ভারতে অবশ্যই রাম মন্দির নির্মাণ হবে।

ওয়াইসি মন্তব্য করেছিলেন, সুপ্রিম কোর্টের রায় তাদের পক্ষেই যাবে। অযোধ্যায় তৈরি হবে বাবরি মসজিদ।

ওই মন্তব্যের প্রেক্ষিতে গিরিরাজ সিং বলেন, ‘ওরা তো মক্কা-মদিনায় যান। আমরা কোথায় যাব? পাকিস্তানে রাম মন্দির বানাবো? ওয়াইসির মতো লোকেদের শরীরে জিন্নাহর আত্মা প্রবেশ করেছে। দেশকে টুকরো করতে চাইছেন তিনি।’