• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেক্সিকোতে শিশুসহ শতাধিক অভিবাসী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৪২

যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী উত্তর মেক্সিকোর একটি সংঘাতময় অঞ্চলে একটি পরিত্যক্ত ট্রাক থেকে কয়েকডজন শিশুসহ শতাধিক আমেরিকান অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার মেক্সিকোর তামাউলিপাস রাজ্যের সীমান্ত থেকে তাদেরকে সৈন্যরা উদ্ধার করে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শারীরিকভাবে অসুস্থ এসব অভিবাসীরা হন্ডুরাস, গুয়েতেমালা ও এল স্যালভেদরের নাগরিক।

মেক্সিকোর অভিবাসী সংস্থা আইএনএম জানিয়েছে, তামাউলিপাসের কামারগো শহরে টহল দিচ্ছিল সেনারা। তখন ওই পরিত্যক্ত ট্রাকের ভেতর থেকে আসা চিৎকার শুনতে পারে। সেখানে গিয়ে ১০৩ জন অভিবাসীকে দেখতে পান, যাদের ৩৬ জনই শিশু।

সংস্থাটি আরও জানিয়েছে, শিশুদেরকে শরণার্থী হিসেবে আইনগত সহায়তা দেয়া হবে। তবে এসব অভিবাসীকে কখন উদ্ধার করা হয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

প্রতিবছর নিজেদের দেশের দারিদ্র্য ও সংঘাত থেকে বাঁচতে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেন কয়েক হাজার কেন্দ্রীয় আমেরিকান। সীমান্ত পার হওয়ার সময় অনেকে মানবপাচারকারীদের খপ্পরে পড়ে মারাত্মক বিপদেরও সম্মুখীন হন।

মেক্সিকো সরকারের তথ্য মতে, এই বছর আটশতাধিক কেন্দ্রীয় আমেরিকান অভিবাসী সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার ইংল্যান্ডের গণমাধ্যম রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনের এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন:

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ
গাজায় এক সপ্তাহে শতাধিক ত্রাণকর্মী নিহত
তুরস্কে অভিবাসী নৌকা ডুবি, ৭ শিশুসহ নিহত ২২
ত্রাণের জন্য অপেক্ষারতদের ওপর হামলা, হতাহত দেড় শতাধিক
X
Fresh