• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানের ওপর ‘নাখোশ’ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৩৯

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের অগ্রগতিতে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সচিব রাজ শাহ। খবর ইন্ডিয়া টুডের।

তিনি বলেছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কিছুটা ঠিকঠাক হয়েছে। শাহ বলেন, আমরা এই প্রথমবারের মতো সন্ত্রাসবাদ ইস্যুতে তাদের ভূমিকা জন্য পাকিস্তানকে দায়ী করছি।

তিনি আরও বলেন, আমাদের এই উদ্বেগের কিছু বিষয় পাকিস্তান মেনে নিয়েছে। কিন্তু সন্ত্রাসবাদের বিষয়ে তাদের ভূমিকায় প্রেসিডেন্ট ট্রাম্প সন্তুষ্ট হতে পারেননি।

দক্ষিণ এশিয়া নীতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের অগ্রগতি নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাজ শাহ।

২০১৭ সালের আগস্টে মার্কিন দক্ষিণ এশিয়া নীতি ঘোষণার সময় ট্রাম্প পাকিস্তানকে ‘বিশৃঙ্খলকারী, সহিংসতা ও সন্ত্রাসীদের নিরাপদ স্বর্গ’ হিসেবে বর্ণনা করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যাদের সঙ্গে লড়াইয়ের জন্য আমরা শত শত কোটি ডলার দিয়ে যাচ্ছি, পাকিস্তান তাদেরকেই আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। কিন্তু এটার পরিবর্তন ঘটাতে হবে। যারা যুক্তরাষ্ট্রের বাহিনী ও কর্মকর্তাদের টার্গেট করে তাদের সঙ্গে বন্ধুত্ব টিকতে পারে না। তাই সভ্যতা, শৃঙ্খলা ও শান্তির জন্য পাকিস্তান যে নিবেদিত সেটা দেখাতে হবে।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
পাকিস্তানের সংসদ ভবনে জুতা চুরি, খালি পায়ে ফিরলেন এমপিরা
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
X
Fresh