• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতের প্রথম যুদ্ধবিমান পাইলট অবনি

আরটিভি অনলাইন ডেস্ক

  ২২ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৯

ভারতের প্রথম নারী হিসেবে যুদ্ধ বিমান উড়িয়েছেন ফ্লাইং অফিসার অবনি চতুর্বেদি। একটি মিগ-২১ বাইসন একা উড়িয়ে ইতিহাস সৃষ্টি করেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

ইন্ডিয়ান এয়ার ফোর্স (আইএএফ)-এর একজন কর্মকর্তা জানান, আইএএফের জামনগর ঘাঁটি থেকে সোমবার যুদ্ধ বিমানটি নিয়ে আকাশে উড়েন তিনি।

এর আগে অবনিসহ ভাবনা কন্ঠ ও মোহনা সিং নামের তিন নারী পাইলটকে যুদ্ধ বিমান উড়ানোর কঠোর প্রশিক্ষণ দেয়া হয়। অবনিদের পরের ব্যাচ থেকেও যুদ্ধবিমান উড়ানোর প্রশিক্ষণ দেয়ার জন্য তিন নারীকে নির্বাচিত করেছে আইএএফ।

উল্লেখ্য, ২০১৬ সালের জুলাই মাসে তারা ফ্লাইং অফিসার হিসেবে কমিশন পান। এর আগের বছরই নারীদেরকে পরীক্ষামূলকভাবে যুদ্ধবিমান উড়ানোর প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত নেয় ভারত সরকার।

এসএইচ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
বাতাসেই ভেঙে পড়ল সেতু
X
Fresh