• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতে ‘গোয়েন্দা’ কবুতর আটক

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৫ অক্টোবর ২০১৬, ১৯:৫৫

গোয়েন্দাগিরির অভিযোগে ভারতের পুলিশ ১টি কবুতরকে আটক করেছে। ধারণা করা হচ্ছে, এটি পাকিস্তান থেকে এসে আবার সেখানেই ফেরত যাচ্ছিল।

ঘটনাটি ক’দিন আগের হলেও রেশ যেন শেষ হবার নয়। কারণ, কবুতরের পায়ে একটি চিঠি মিলেছে। তাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে উর্দু ভাষায় লেখা-‘আমরা এখন আর ১৯৭১ সালের অবস্থায় নেই : জইশ-ই-মোহাম্মদ’।

পাঞ্জাবের এক সিনিয়র পুলিশ অফিসার টেলিগ্রাফ’কে জানিয়েছেন, কবুতরটি যেন পাকিস্তান যেতে না পারে সেজন্য তার ডানা ছেঁটে দেয়া হয়েছে। কবুতরের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে রিপোর্ট দেয়া হবে। তবে কবুতরটি আসলেই পাকিস্তান থেকে এসেছে কি না, সেব্যাপারে পুলিশ পুরোপুরি নিশ্চিত নয়।

ভারতে গুপ্তচরগিরির অভিযোগে পাখি বা কবুতর আটকের ঘটনা এটি প্রথম নয়। তবে ভারতের প্রাণী অধিকার সংরক্ষণ ও রক্ষা আন্দোলনকর্মী গৌরি মালেখি কবুতরের ডানা ছেঁটে দেয়াকে নিষ্ঠুরতা বলেছেন। কবুতরটির এক্স-রে রিপোর্ট হয়ে যাবার পর যত দ্রুত সম্ভব ছেড়ে দেবার আহবান জানান তিনি।

এমকে/এসজেড

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh