• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পেরুতে বাস খাদে পড়ে নিহত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক

  ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩১

পেরুর দক্ষিণাঞ্চলীয় ওকোনা শহরের প্যান-আমেরিকান হাইওয়েতে যাত্রীবাহী দ্বিতল একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২৬০ ফুট নিচে পড়ে যায়। এতে নিহত হয়েছেন অন্তত ৪৪ জন। আহত হয়েছেন বেশ কয়েকজন মানুষ। স্থানীয় সময় বুধবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রাণহানির সংখ্যা নিশ্চিত করেছেন আরিকুইপা পুলিশের প্রধান জেনারেল ওয়াল্টার ওরতিজ। প্রাথমিকভাবে টুইটার অ্যাকাউন্টে ৩৫ জনের প্রাণহানির খবর জানিয়েছিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, উদ্ধারকারী দল পুলিশ ও অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করেছেন।

দুর্ঘটনার স্থান আরিকুইপা পৌঁছানের চার ঘণ্টা আগে চালা থেকে যাত্রীদের নিয়ে বাসটি ছেড়ে আসে। রে লাতিনো লাইন নামে একটি পরিবহন কোম্পানির তত্ত্বাবধানে বাসটি চলাচল করতো।

দুর্ঘটনার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে টুইটার পোস্ট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুজিস্কি।

আরও পড়ুন:

এপি/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেপরোয়া বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১
রাজধানীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টস কর্মকর্তা নিহত
লালমনিরহাটে বালুবাহী ডাম্পট্রাকের ধাক্কায় নিহত ২
ঈদযাত্রায় সড়কে ঝরল ৩২০ প্রাণ 
X
Fresh