• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দলীয় প্রধানের পদ হারালেন নওয়াজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:১১

প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর এবার পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) প্রধানের পদ হারালেন নওয়াজ শরীফ।

বুধবার সাবেক এই প্রধানমন্ত্রীকে পিএমএল-এন দলের প্রধান হিসেবে অযোগ্য ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। খবর ডন।

সুপ্রিম কোর্টের এ ঘোষণায় নিজের তৈরি পার্টি থেকেই বিতাড়িত হলেন নওয়াজ শরিফ।

২০১৭-র নির্বাচন বিধি নিয়ে একটি মামলায় শীর্ষ আদালত বলেন, সংবিধানের ৬২ এবং ৬৩ ধারা অনুযায়ী দলের শীর্ষ পদে থাকতে পারবেন না নওয়াজ শরিফ। অতএব সেই পদ ধরে রাখার কোনও মানেই নেই নওয়াজের।

পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় যাওয়ায় দলের শীর্ষ পদ হারাচ্ছেন তিনি। পাশাপাশি আগামী মাসে পাকিস্তান সংসদের উচ্চকক্ষের নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবেন না তিনি।

উল্লেখ্য, এর আগে নওয়াজ শরীফকে পানামা পেপারস কেলেঙ্কারির রায়ে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করে। এরপর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি।

আরও পড়ুন:

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোট চাইতে গিয়ে প্রতিশ্রুতির বন্যা নওয়াজ শরীফের
X
Fresh