• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

সড়ক দুর্ঘটনায় বিজেপির আইনপ্রণেতাসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৪৫

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আইনপ্রণেতা লোকেন্দ্র সিংসহ চার জন । আজ বুধবার উত্তর প্রদেশের কাকাইয়াপাড়ায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। খবর সিনহুয়া।

পুলিশ জানায়, একটি সম্মেলনে যোগ দিতে ব্যক্তিগত গাড়িতে লক্ষ্ণৌ যাচ্ছিলেন উত্তর প্রদেশ রাজ্য বিধানসভার প্রতিনিধি লোকেন্দ্র সিং। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই গাড়ি চালকসহ মৃত্যু হয় তার।

এছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে হাসপাতালে নেয়ার পথে তারাও মারা যান।

এদিকে এক টুইট বার্তায় এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উল্লেখ্য,দেশটির সরকারের করা এক জরিপে উঠে এসেছে, ভারতে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে চারশোর'ও বেশি মানুষ নিহত হয়। সম্প্রতি প্রকাশিত দেশটির সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনে বলা হয়, সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ২০১৫ সালে ১ লাখ ৪৬ হাজার নাগরিক নিহত হয়েছে।

২০১৪ সালে যেখানে নিহতের সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার। এছাড়া বিশ্বের সবচেয়ে অনিরাপদ সড়ক ব্যবস্থা রয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

আরও পড়ুন:

এপি/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ সহকর্মীর 
চোরাই কয়লা আনতে গিয়ে পাথরচাপায় ২ শ্রমিক নিহত
গোমস্তাপুরে ট্রাক্টর উল্টে চালক নিহত
গাজীপুরে গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ১১
X
Fresh