• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভিডিওকলে জীবন বাঁচলো নারীর

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০১

যুক্তরাষ্ট্রের এক নারী ফেসটাইম অ্যাপের সাহায্যে তার বোনের সঙ্গে ভিডিও চ্যাট করছিলেন। সেসময় তার স্ট্রোক হয়। তার দাবি প্রযুক্তির বদৌলতেই তিনি বেঁচে গেছেন। খবর বিবিসির।

নিউ ইয়র্কে একাকী বসবাস করেন অপোকুয়া কেওয়াপাং। আর তার বোন থাকেন ম্যানচেস্টারে। ভিডিও কলে কথা বলার সময়ে অপোকুয়াকে ভালোভাবে দেখতে পাচ্ছিলেন না তার বোন আদুমেয়া সাপোং।

কেননা কথা বলার এক পর্যায়ে অপোকুয়ার কণ্ঠে জড়তা চলে আসে। সে ঠিকমতো কথা বলতে পারছিলেন না। তখন আদুমেয়া সতর্ক হয়ে ওঠেন। তিনি বোনকে বললেন, তোমার অ্যাসপিরিন খাওয়া উচিত।

তবে অ্যাসপিরিন খেতে পানির গ্লাস নেয়ার চেষ্টা করে ব্যর্থ হন অপোকুয়া।