• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হাতির অভয়ারণ্য

আরটিভি অনলাইন আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ অক্টোবর ২০১৬, ১৪:৫৪

ল্যাটিন আমেরিকার প্রথম হাতি অভয়ারণ্য চালু করা হল ব্রাজিলের পশ্চিম প্রদেশ মাতো গ্রোসোতে। প্রায় ৫০ টি প্রানীকে রক্ষার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।


অভয়ারণ্যে গুইডা নামের হাতিটি

এ অভয়ারণ্যের প্রথম বাসিন্দা হলো গুইডা এবং মাইয়া নামের দুটি হাতি। এদের উভয়ের বয়স ৪০ বছরের ওপরে। থাইল্যান্ড থেকে নিয়ে আসা নিয়ে আসা হাতিগুলো সার্কাসের কাজে ব্যবহার হতো। এদেরকে সব ধরণের যত্ন নেয়া হবে এ অভয়ারণ্যে। সে সঙ্গে বন এলাকার মধ্যেই তারা জীবনযাপন করবে।


‘মাইয়া’ নামের হাতিটি ঘুরে বেড়াচ্ছে

‘হাতিদের জন্য বৈশ্বিক অভয়ারণ্য’ নামের মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দল এক মিলিয়ন ইউএস ডলারের বিনিময়ে ২,৮০০ একর জমি ক্রয় করে এ প্রকল্পের জন্য। সার্কাসে ব্যবহৃত প্রাণীদের রক্ষা করার জন্য এ অভয়ারণ্য তৈরির উদ্যোগ নেয় দলটি।

প্রথম ধাপে এখানে ছয়টি প্রানীকে জায়গা দেয়া হবে। তবে দর্শনার্থীদের জন্য এ অভয়ারণ্যে প্রবেশের অনুমতি থাকবে না।


হাতিদের জন্য অভয়ারণ্য

এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh