• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জন্মের দিনই বিশ্বে ১০ লাখ শিশুর মৃত্যু

আরটিভি অনলাইন ডেস্ক

  ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪১
ফাইল ছবি

জন্মের প্রথম দিনেই বিশ্বে ১০ লাখ শিশুর মৃত্যু হয়। আর ১৬ লাখ শিশু এক মাস হওয়ার আগেই মারা যায়। মঙ্গলবার জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ তাদের ‘এভরি চাইল্ড অ্যালাইভ’শীর্ষক প্রতিবেদনে এমন বিস্ফোরক তথ্য তুলে ধরেছে। খবর আল জাজিরা, চ্যানেল নিউজ এশিয়ার।

তবে শিশু মৃত্যুর দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হচ্ছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার দেশটিতে জন্মের এক মাসের মধ্যে প্রতি হাজারে ৬৪ জন শিশুর মৃত্যু হয়।

ইউনিসেফ তাদের প্রতিবেদনে বলছে, দরিদ্র দেশগুলোতে শিশু জন্মের পর মৃত্যুর হার এখনও ‘উদ্বেগজনক’।
--------------------------------------------------------
আরও পড়ুন: মুরগির অভাবে কেএফসির কয়েকশ’ দোকান বন্ধ
--------------------------------------------------------

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েট্টা ফোর বলেছেন, গেলো ২৫ বছরে শিশু স্বাস্থ্যের অনেক উন্নতি হয়েছে। তবে এক মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে মৃত্যুর হার এখনও কমানো সম্ভব হয়নি।

তিনি বলেন, যেহেতু এসব মৃত্যু প্রতিরোধযোগ্য তাই আমরা বলবো বিশ্বের দরিদ্রতম শিশুদের বাঁচাতে আমরা ব্যর্থ।

ইউনিসেফ তাদের প্রতিবেদনে বলেছে, পাকিস্তানে প্রতি ২২ জন নবজাতকের মধ্যে একজনের মৃত্যু হয়।

প্রতিবেদনে মৃত্যুহারের নিরিখে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১০টি দেশের তথ্য তুলে ধরা হয়। সেখানে পাকিস্তানের পরের অবস্থানে আছে আফ্রিকার দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। দেশটিতে প্রতি ২৪ জন নবজাতকের মধ্যে একজনের মৃত্যু হয়।

তালিকায় থাকা ১০টি দেশের মধ্যে আটটিই সাব-সাহারান আফ্রিকার দেশ। আর দক্ষিণ এশিয়া থেকে রয়েছে দুটি দেশ। পাকিস্তান ছাড়াও অপর দেশটি হলো আফগানিস্তান। এ দেশের অবস্থান তালিকার তৃতীয় স্থানে।

জাপান বিশ্বের দেশগুলোর মধ্যে শিশু জন্মের জন্য সবচেয়ে নিরাপদ স্থান। এশিয়ার এ দেশে প্রতি হাজারে নবজাতক মৃত্যুর হার মাত্র শূন্য দশমিক ৯ শতাংশ। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইসল্যান্ডের নাম। আর তৃতীয় স্থানে আছে এশিয়ারই আরেক দেশ সিঙ্গাপুর।

আরও পড়ুন:

এ/এএ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
X
Fresh