• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মালদ্বীপে জরুরি অবস্থার সময়সীমা বাড়লো

ভারত মহাসাগরে চীনের রণতরী

আরটিভি অনলাইন ডেস্ক

  ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১০

মালদ্বীপের প্রেসিডেন্ট ইয়ামিন আব্দুল গাইয়ুম সোমবার দ্বীপরাষ্ট্রটিতে জরুরি অবস্থা আরও ৩০ দিন বাড়িয়েছেন। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটি তার একটি অনুরোধে সাড়া দেয়ার পর এই সময়সীমা বাড়ানো হলো। এর আগে ৫ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ইয়ামিন দেশটিতে ১৫ দিনের জরুরি অবস্থা জারি করেছিলেন।

ওদিকে দ্বীপরাষ্ট্রটিতে তীব্র সাংবিধানিক সঙ্কটের মধ্যেই ভারত মহাসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে চীন। দেশটিতে ভারতের সামরিক হস্তক্ষেপের গুঞ্জনের প্রেক্ষিতে পূর্ব ভারত মহাসাগরে চীনের ১১টি যুদ্ধজাহাজ প্রবেশ করেছে।

তবে মালদ্বীপ নেতার এমন পদক্ষেপের ফলে ভারতের সঙ্গে দেশটির সম্পর্ক আরও খারাপ হবে বলে ধারণা করা হচ্ছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: মক্কা শরীফে নারীদের তাস খেলার ছবি ভাইরাল
--------------------------------------------------------

তাই অদূর ভবিষ্যতে মালদ্বীপ ভারতে বিশেষ দূত পাঠানোর বিষয়টি নেই বললেই চলে। ভারতীয় সূত্রগুলো জানাচ্ছে, মালদ্বীপের পক্ষ থেকে বিশেষ দূত পাঠানোর বিষয়ে নতুন করে অনুরোধ করা হয়নি।

এদিকে মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির কাছে প্রেসিডেন্টের ওই আবেদন মূল্যায়নের জন্য পাঠানো হলে সেটির পক্ষে ৩৮ জন এমপি ভোট দিয়েছেন। তবে বিরোধীদল ওই ভোটাভুটি বয়কট করেছে। তবে পার্লামেন্টে কোনো একটি ডিক্রি পাস করার জন্য কমপক্ষে ৪৩ জন এমপির ভোট প্রয়োজন।

চীনের মোতায়েনকৃত যুদ্ধজাহাজের মধ্যে একটি ডেস্ট্রয়ার বহর, ৩০ হাজার টন বহনে সক্ষম একটি উভচর জাহাজ ও তিনটি ট্যাঙ্কার রয়েছে। তবে ভারত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের সংকটের কারণে এই যুদ্ধজাহাজের বহর মোতায়েন করা হয়েছে কিনা সেটি জানা যায়নি।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
X
Fresh