• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

এই হচ্ছে ওবামা-ট্রাম্পের মধ্যে পার্থক্য

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০৪

সালটা ২০১২। বারাক ওবামা তখন ক্ষমতায়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্কুলে সবচেয়ে ভয়াবহতম হামলার ঘটনা ঘটে তখন।

কানিকটিকাটে স্যান্ডি হুক এলিমেন্টরি স্কুলে ওই হামলায় ২৬জন নিহত হয়। এদের মধ্যে ২০জনই শিশু। তাদের বয়স ছিল ছয় থেকে সাত বছরের মধ্যে।

ঘটনার প্রতিক্রিয়ায় এক আবেগঘন বক্তব্য দেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। বক্তৃতা দেয়ার সময় দুইবার তার কণ্ঠ ধরে আসে। এসময় চোখ মুছতেও দেখা যায় তাকে।

২০১৬ সালের জানুয়ারিতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে নির্বাহী আদেশ জারির সময় কাঁদতে দেখা যায় ওবামাকে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ফেসবুকে অস্ত্রসহ ছবি পোস্ট করে সমালোচিত অস্ট্রেলীয় এমপি
--------------------------------------------------------

শনিবার হোয়াইট হাউজের সাবেক ফটোগ্রাফার পিট সৌজা একটি ছবি টুইটারে শেয়ার করেছেন। ওই ছবিতে দেখা যাচ্ছে, ওবামা স্যান্ডি হুক হামলায় নিহতদের স্মরণে একটি প্রার্থনাসভায় যোগ দেয়ার আগে স্কুলটির এক রুমে একা বসে আছেন।

তবে ১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডার পার্কল্যান্ডে যে বন্দুক হামলা হয়েছে সেখানে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া পুরো উল্টো।

ওই হামলার ঘটনায় স্কুলের স্টাফসহ ১৭ জন নিহত হয়। হামলার দুইদিন পর প্রেসিডেন্ট ট্রাম্প পার্কল্যান্ডে মারজরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলের আহতদের সঙ্গে দেখা করেন।

ওই সময়টাতে ট্রাম্প হাসপাতালে মাত্র ৩৫মিনিট কাটান। আর দেখা করেন মাত্র দুইজন আহত ব্যক্তির সঙ্গে। শুধু তাই নয়, ভেংচি কেটে ও বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ছবিও তুলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এটি নিয়েই সোশ্যাল মিডিয়া তুমুল বিতর্ক শুরু হয়েছে।

মূলত এরপরই টুইটারে বারাক ওবামা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি মধ্যে মিল-অমিল খোঁজার ধুম পড়ে যায়।

তবে ওই ছবির বিষয়টি ট্রাম্প হয়তো কোনোভাবে এড়িয়ে যেতে পারতেন। তবে আহতদের হাসপাতালে দেখে যাওয়ার কয়েকঘণ্টা পর ফ্লোরিডায় নিজের মার-এ-লার্গো ভবনে একটি পার্টিতে দেখা গেছে তাকে। ফলে নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
নিজেকে যে কারও চেয়ে বেশি ইসরায়েলপন্থী দাবি ট্রাম্পের
জরিপে জনপ্রিয়তায় এগিয়ে ট্রাম্প
X
Fresh