• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

হজে তৃতীয় লিঙ্গের স্বেচ্ছাসেবী পাঠাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১০

পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো খুদ্দামুল হুজ্জাজ বা হজ স্বেচ্ছাসেবী হিসেবে তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তিকে পাঠানো হচ্ছে। জানা গেছে, চলতি বছর হজে পাকিস্তান থেকে স্বেচ্ছাসেবী যে দলটি যাবে সেখানে কয়েকজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিও থাকবে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

খুদ্দামুল হুজ্জাজ হিসেবে কয়েকজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বলছেন আইপিসি সিন্ধু বয়েস স্কাউটসের কমিশনার আতিফ আমিন হুসেন।

আইপিসির সঙ্গে মিলে ব্লু ভেইন্স নামে তৃতীয় লিঙ্গের একটি কল্যাণ সংস্থা পুরো বিষয়টি দেখভাল করছে।

কমিশনার হুসেন বলেন, তিন প্রদেশ থেকে আরও দুই থেকে তিনজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে বাছাই করা হবে।

তিনি বলেছেন, সম্প্রতি ৪০জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি পাকিস্তান বয়েস স্কাউটস এসোসিয়েশনে (পিবিএসএ) যোগ দিয়ে শপথ গ্রহণ করেন। পিবিএসএ একটি জাতীয় স্কাউটিং এবং এটি দেশটির সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিবছর হজের সময় সৌদি আরবে স্বেচ্ছাসেবী পাঠায় এই স্কাউটিং সংস্থাটি।

--------------------------------------------------------
আরও পড়ুন: ইরান বিশ্বের জন্য বড় হুমকি: নেতানিয়াহু
--------------------------------------------------------

কমিশনার হুসেন আরও বলেন, এ বছর যে দেড় শতাধিক স্বেচ্ছাসেবী পাঠানো হবে তাদের সঙ্গে তৃতীয় লিঙ্গের কয়েকজনও থাকবে।

খুদ্দামুল হুজ্জাজ বাছাইয়ের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, একজন স্বেচ্ছাসেবীকে প্রথমে লিখিত ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এরপর চূড়ান্ত নির্বাচনের জন্য সফলভাবে পাস করা প্রার্থীদের একটি তালিকা কেন্দ্রীয় ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় ভারসাম্য মন্ত্রণালয়ে পাঠায় পিবিএসএ।

তবে চলতি বছর ওই তালিকায় কয়েকজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরও নাম রয়েছে, বলে জানান তিনি।

এর মধ্য দিয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা সামাজিক স্বীকৃতি, আত্মবিশ্বাস অর্জন, নিরাপত্তাবোধ ও সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবেন বলে মনে করছেন কমিশনার হুসেন।

এদিকে ব্লু ভেইন্সের প্রোগ্রাম সমন্বয়ক কামার নাসিম বলেন, সিন্ধু থেকে ৪০ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি বয়েস স্কাউটসে নিয়োগ পেয়েছে। এখন আমরা পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান থেকেও তাদের নিয়োগের প্রক্রিয়া শুরুর পরিকল্পনা করছি। এটা সমাজে তাদের স্বীকৃতি ছাড়াও চিন্তাভাবনায় ব্যাপক পরিবর্তন আনবে।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবারের মতো সালমানের বাড়িতে রণবীর-আলিয়া
পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মিলনে-অ্যালেন
হিলিতে প্রথমবার চাষ হচ্ছে কিনোয়া ও চিয়া সিড
পাকিস্তানে বিদ্যুৎ গ্রাহকদের গুনতে হচ্ছে অতিরিক্ত ১২৫ বিলিয়ন রুপি
X
Fresh