• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পরিবারসহ তাজমহল ঘুরে দেখলেন কানাডার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০৭

পরিবারসহ তাজমহল ঘুরে দেখলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

রোববার সকালে (১৮ ফেব্রুয়ারি) দিল্লি থেকে বিশেষ বিমানে স্ত্রী সোফি গ্রেগরিসহ তিন সন্তানকে সঙ্গে নিয়ে আগ্রায় পৌঁছান ট্রুডো। এরপর সকাল পৌনে ১১টার দিকে তাজমহলে প্রবেশ করেন তিনি। খবর এনডিটিভি।

জাস্টিন ট্রুডো বলেন, প্রায় ৩৫ বছর আগে ১১ বছর বয়সে আমি আমার বাবা সাবেক কানাডিয়ান প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডো’র সঙ্গে সরকারি সফরে ভারত এসেছিলাম। তখন দিল্লি থেকে আগ্রায় এসে তাজমহল পরিদর্শন করেছিলাম।

তিনি আরও বলেন, সরকারি সফরে আমার সন্তানদের এখানে নিয়ে আসাটা আমার কাছে খুবই স্পেশাল। একজন বাবা হিসেবে বাচ্চাদের সঙ্গে সময় কাটানোটা সত্যিই খুব সুন্দর।

উল্লেখ্য, স্ত্রী মমতাজের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে মুঘল সম্রাট শাহজাহান ভারতের আগ্রায় এই অনন্য স্থাপত্যটি তৈরি করেন। আর এর সৌন্দর্য দেখতে প্রতি বছরই কয়েক লাখ দর্শনার্থী ভারতে আসেন। গত মাসেই সস্ত্রীক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাজমহল পরিদর্শন করেছিলেন।

আরও পড়ুন:

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী
ইসরায়েলে ইরানের হামলা : প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
২৪ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
X
Fresh