• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ইরানে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬৬

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৫

ইরানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৬৬ আরোহী নিহত হয়েছেন। আসেমান এয়ারলাইন কোম্পানি এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

তারা জানাচ্ছে, বিমানটি মধ্য ইরানের জাগরোস পর্বতে বিধ্বস্ত হয়। প্রতিষ্ঠানটি বলছে, ওই বিমানটি তেহরান থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ইয়াসুজে যাচ্ছিল।

ইসফাহান প্রদেশের সেমিরম শহরের পাশে বিধ্বস্ত হওয়া বিমানে ধ্বংসাবশেষে উদ্ধারকাজে সাহায্য করছে রেড ক্রিসেন্ট।

ওই বিমানটি স্থানীয় সময় ভোর ৫টায় তেহরান থেকে উড্ডয়ন করে। পরে রাডারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

--------------------------------------------------------
আরও পড়ুন: ত্রিপুরায় ফের লাল ঝাণ্ডা নাকি গেরুয়া বিপ্লব?
--------------------------------------------------------

একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার দিয়ে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

দেশটির জরুরি সেবার একজন মুখপাত্র বলেছেন, সব জরুরি বাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।

এটিআর ৭২-৫০০ বিমানটি ২০ বছর পুরনো বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই বিমানটিতে ৬০জন যাত্রী ছিলেন। দুইজন নিরাপত্তারক্ষী, দুইজন ক্রু এবং পাইলট ও কো-পাইলট ছিলেন। এদিকে প্রায় এক সপ্তাহ আগে ৭১জন আরোহী নিয়ে একটি রুশ বিমান ওড়ার কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়।

উল্লেখ্য, গেলো ২০১৭ সাল ছিল বাণিজ্যিক বিমানের জন্য সবচেয়ে নিরাপদতম বছর। ওই বছর কোনো বাণিজ্যিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেনি।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh