• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সাইকেল চালিয়ে ইন্দোনেশীয় দম্পতির ওমরা

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৪

প্রতি বছর লাখো মুসল্লি মহান আল্লাহর প্রতি তাদের আত্মসমর্পণের উদ্দেশ্যে মক্কায় হজ করতে যান। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজিরা সাধারণত বিমানযোগেই মক্কা আসেন। কেউ কেউ আসেন সমুদ্রপথে। আর প্রতিবেশী দেশের মানুষ আসেন গাড়ি বা বাসে করে।

কিন্তু ইন্দোনেশিয়া হাকাম মাবরুপি (৩৫) ও তার স্ত্রী রফিনগাতুল ইসলামিয়াহর (৩৫) গল্প একটু ব্যতিক্রম। এই দম্পতি তাদের হাতে তৈরি বাইসাইকেলে চালিয়ে ১২ হাজার পথ পাড়ি দিয়ে সাত দেশ অতিক্রম করে মক্কায় ওমরা করতে এসেছেন। এজন্য এই দম্পতির সময় লেগেছে এক বছর।

হাকাম-রফিনগাতুল দম্পতি ১৭ ডিসেম্বর ২০১৬ সালে তাদের যাত্রা শুরু করেন। পূর্ব জাভায় মালাংয়ে প্রস্তুতি নিতে দেড় মাস কাটান তারা।

--------------------------------------------------------
আরও পড়ুন: জয়নাব ধর্ষণ-হত্যায় ইমরানের মৃত্যুদণ্ড
--------------------------------------------------------