• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

জয়নাব ধর্ষণ-হত্যায় ইমরানের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৪

পাকিস্তানে ছয় বছরের শিশু জয়নাব আনসারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ইমরান আলিকে চারবার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ শনিবার লাহোরের একটি আদালত ২৪ বছর বয়সী ইমরানের বিরুদ্ধে এই রায় দেন। খবর বিবিসির।

গেলো মাসের ৯ জানুয়ারি লাহোরের দক্ষিণে কাসুর শহরে ময়লার স্তূপে জয়নাবের মৃতদেহ পাওয়া যায়।

জয়নাবের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে ওই বিক্ষোভের ঘটনায় দুইজন বিক্ষোভকারী নিহত হন।

এদিকে এই রায়কে সামনে রেখে ব্যাপক নিরাপত্তা নেয়া হয়েছিল। ওই রায়ের সময় জয়নাবের বাবা আদালতে উপস্থিত ছিলেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: স্তন্যপান করাতে পারবেন তৃতীয় লিঙ্গের নারীরাও!
--------------------------------------------------------

এর আগে পুলিশ জানিয়েছিল, ওই এলাকায় আরও কয়েকজন মেয়েকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত ছিল ইমরান।

আদালতে ডজনখানেকের বেশি ব্যক্তি ইমরানের বিরুদ্ধে সাক্ষ্য দেন। এসময় ডিএনএসহ ফরেনসিক রিপোর্টও আদালতে পেশ করা হয়।

রিপোর্টে জানা গেছে, ইমরান দোষ স্বীকার করার পর তার আইনজীবী নিজের নাম প্রত্যাহার করে নেন।

ইমরানকে অপহরণ, ধর্ষণ, হত্যা ও সন্ত্রাসবাদের জন্য পৃথকভাবে মৃত্যুদণ্ড দেয়া হয়। আর পায়ুকামের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। একইসঙ্গে ৩২ লাখ রুপি জরিমানাও করা হয় তাকে।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
পাকিস্তানে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা
X
Fresh