• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করে ১৩ রুশ: এফবিআই

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৪

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার ১৩ নাগরিক হস্তক্ষেপ করেছে বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। নির্বাচনে হস্তক্ষেপের জন্য ওই ১৩ ব্যক্তিকে অভিযুক্ত করেছে তদন্ত সংস্থাটি। এ ঘটনায় তিনটি রুশ প্রতিষ্ঠানকেও অভিযুক্ত করেছে তারা। খবর বিবিসির।

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি তদন্তকারী বিশেষ কর্মকর্তা রবার্ট মুলারের তদন্তে এমন তথ্যই বেরিয়ে এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর এফবিআইয়ের তদন্তে এটিই সর্বোচ্চ অগ্রগতি বলে মনে করা হচ্ছে।

অভিযুক্ত ১৩ জনের মধ্যে তিন জনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আর্থিক জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। পাঁচজন অন্যের পরিচয় ব্যবহার করে জালিয়াতি করেছেন। আর বাকিদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
--------------------------------------------------------
আরও পড়ুন: সুন্নি মসজিদে নামাজ পড়ে বক্তব্য দিলেন হাসান রুহানি
--------------------------------------------------------

৩৭ পৃষ্ঠার ওই অভিযোগপত্রে সেন্ট পিটারসবার্গভিত্তিক ইন্টারনেট রিসার্চ অ্যাজেন্সির নামও রয়েছে। সেখানে বলা হয়েছে, মার্কিন রাজনৈতিক ব্যবস্থায় অসন্তোষের বীজ বপন, বিশেষ করে ২০১৬ সালের মার্কিন নির্বাচন তাদের একটি কৌশলগত টার্গেট ছিল।

এক সংবাদ সম্মেলনে মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোসেনস্টেইন বলেছেন, ‘ওই অবৈধ কাজের সঙ্গে’কোনো মার্কিনির সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়নি। একইসঙ্গে ওই হস্তক্ষেপের মাধ্যমে নির্বাচনের ফলাফল পরিবর্তনের চেষ্টা হয়েছে বলেও প্রমাণ পাওয়া যায়নি।

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের পরপরই রুশ হস্তক্ষেপের অভিযোগ উঠলে তদন্ত শুরু করে মার্কিন প্রশাসন।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে হেরে যা বললেন নিপুণ
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোটদানের রেকর্ড
শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ের হাসি হাসলেন যারা 
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
X
Fresh