• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মৃত ব্যক্তির শুক্রাণু থেকে যমজ শিশুর জন্ম

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১১

ক্যানসারে মারা যাওয়া ছেলের জমিয়ে রাখা শুক্র থেকেই ভারতের এক দম্পতি ফিরে পেয়েছেন ছেলেকে। তাদেরই এক আত্মীয়ার গর্ভে সেই শুক্রাণু থেকে তৈরি ভ্রূণ প্রতিস্থাপনের মাধ্যমে জন্ম নিয়েছে যমজ দুই শিশু; একটি পুত্র ও একটি কন্যা। খবর বিবিসি বাংলার।

পড়াশোনার জন্য জার্মানি গিয়েছিলেন পুনে শহরের ইঞ্জিনিয়ার প্রথমেশ পাটিল। সেখানেই তার ক্যানসার ধরা পড়ে।

ভারতে ফিরে আসার তিন বছর পর মারা যান প্রথমেশ। তার মা বলছেন, চিকিৎসা শুরুর আগেই জার্মানির একটি স্পার্ম ব্যাংকে সংরক্ষিত ছিল প্রথমেশের শুক্রাণু। সেটি থেকেই আবারও ঘরে ফিরে এসেছে প্রিয় পুত্র।

তিন বছর ক্যানসারের সঙ্গে লড়ে ২০১৬ সালে মারা যান ২৭ বছরের যুবক প্রথমেশ পাটিল। সদা হাস্যময় যুবক প্রথমেশকে হারিয়ে পরিবার ছাড়াও বন্ধুবান্ধব, আত্মীয়, প্রতিবেশী সবাই খুব ভেঙে পড়েছিল। জার্মানিতে প্রাথমিক চিকিৎসার পরে প্রথমেশকে ভারতে নিয়ে আসেন তার মা রাজশ্রী পাটিল।