• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রিয় রাজার মৃত্যুতে বছরজুড়ে থাইল্যান্ডে শোক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ অক্টোবর ২০১৬, ১৪:৫৭

থাইল্যান্ডের রাজা ভুমিবলের মৃত্যুতে শোক পালন করছে থাইল্যান্ডবাসী। প্রিয় রাজার মৃত্যুতে এক বছরের শোক ঘোষণা করেছে দেশটি। আগামী একমাস জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে সবাইকে সাদা-কালো পোশাক ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সে সঙ্গে এই একমাস যেকোনো উৎসবের পোশাক ব্যবহার বা উৎসব পালন থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে থাই সরকার।

১৯৪৬ সাল থেকে থাই জনগণ রাজা ভুমিবলকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে সম্মান করেন। দীর্ঘ ৭০ বছর তিনি রাজসিংহাসনে ছিলেন।

রাজপরিবারের ঘোষণায় বলা হয়, ৬৪ বছর বয়স্ক যুবরাজ মাহাওয়াজিরালংকর্ন থাইল্যান্ডের পরবর্তী রাজা হবেন। আশঙ্কা করা হচ্ছে, রাজার মৃত্যুতে থাইল্যান্ডে নতুন রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে।

এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh