• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মার্কিন নিরাপত্তা সংস্থার সদর দপ্তরে হামলা, গুলিবিদ্ধ ৩

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৭

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সদর দপ্তরের সামনের সড়কে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন ৩ জন। এছাড়া এক সন্দেহভাজনকে আটক করেছে স্থানীয় পুলিশ। খবর জেরুজালেম পোস্ট।

ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে নিজেদের এজেন্ট পাঠিয়েছে।

জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ)-এর এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় ১৪ ফেব্রুয়ারি (বুধবার) সকালে এনএসএ’র নিরাপত্তা যানের প্রবেশদ্বারে এ ঘটনা ঘটে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে আর কোনও নিরাপত্তা হুমকি নেই।

এর আগে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনীর টুইটে এই ঘটনার কথা জানানো হয়।

ঘটনাস্থলে পাঠানো তাদের হেলিকপ্টার থেকে দেখা গেছে এবং মেঝেতে হ্যান্ডকাপ পরে বসে আছেন এক ব্যক্তি। তাকে ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা।

এনএসএ কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি এ মুহূর্তে তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ ব্যাপারে ব্রিফ করা হয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, প্রেসিডেন্ট ঘটনা সম্পর্কে পুরোপুরি অবহিত আছেন। যখনই নতুন কিছু জানা যাবে তখনই তা সবাইকে জানানো হবে।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না : রাইসি
ইসরায়েলে বড় আকারের রকেট হামলা চালাল হিজবুল্লাহ
চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ৭
X
Fresh