• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভালোবাসা দিবসে গর্ভধারণ বাড়ছে ব্রিটেনে

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৩

ভালোবাসা দিবসে নারীদের গর্ভধারণের হার বাড়ছে ব্রিটেনে। এমন তথ্য প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য দপ্তর। ওই পরিসংখ্যানের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ইন্ডিপেনডেন্ট।

দেশটির স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ভালোবাসা দিবসে নারীদের গর্ভধারণের হার বাড়ছে। ‍যদিও এই গর্ভ ধারণের হার ক্রিসমাস ছাড়াতে পারেনি।

এনএইচএসর ২০১৫ সালের তথ্যে দেখা যায়, বছরের অন্য সপ্তাহগুলোর চেয়ে ১৪ ফেব্রুয়ারিসহ আগের ও পরের সাতদিন গর্ভধারণের হার ৫ শতাংশ বেশি।

এনএইচসের আরেকটি পরিসংখ্যানে বলা হয়েছে, ভালোবাসা দিবসের চেয়ে ক্রিস্টমাসে গর্ভধারণের হার এখনও বেশি। এছাড়া ঈদুল ফিতরের সময়ও গর্ভধারণ অন্য সময়ের চেয়ে বেশি হয়।