• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মেনু থেকে ফিলিস্তিন শব্দ বাদ দেয়ায় বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:২৯

ভার্জিন আটলান্টিক এয়ারলাইন্স তাদের একটি খাবারের মেনু থেকে ‘ফিলিস্তিনি’শব্দটি বাদ দেয়ার পর সমালোচনার মুখে পড়েছে। যুক্তরাজ্যের এই এয়ারলাইন্সটি ওই সিদ্ধান্তের পর সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্কের মুখে পড়েছে তারা। খবর বিবিসির।

এই এয়ারলাইন্সের খাবারের মেনুতে কুসকুস স্টাইলের একটি সালাদকে বর্ণনা করা হয়েছিল ‘ফিলিস্তিনি স্বাদ-গন্ধে অনুপ্রাণিত’ একটি খাবার হিসেবে। কিন্তু ইসরায়েলি সমর্থকদের আপত্তির মুখে ভার্জিন আটলান্টিক ফিলিস্তিনি শব্দটি এই মেনু বাদ দেয়।

ইসরায়েল সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় এই বলে প্রচারণা শুরু করেছিল যে ভার্জিন আটলান্টিক ফিলিস্তিনি সমর্থকদের খুশি করার চেষ্টা করছে। এজন্যে তারা এমনকি ভার্জিন আটলান্টিকের ফ্লাইট বর্জনেরও ডাক দেয়।

তাদের চাপের মুখেই মূলত ‘ফিলিস্তিনি’ শব্দটি বাদ দেয় ভার্জিন আটলান্টিক।