• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পদ হারাতে পারেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৫১

মন্ত্রীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পদত্যাগের চাপে পড়েছেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নবি জয়েস। তার সাবেক প্রেস সচিবকে অনৈতিকভাবে সুবিধা পাইয়ে দিয়েছিলেন এমন অভিযোগে বিরোধীদের তোপের মুখে পড়েছেন জয়েস। খবর সিএনএনের।

তবে মঙ্গলবার জয়েস আত্মপক্ষ সমর্থন করেছেন। নিজের সাফাইয়ে তিনি পার্লামেন্টের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি অস্বীকার করেছেন।

সাবেক প্রেস সচিব ভিকি ক্যাম্পিয়নের সঙ্গে পরকীয়ার কারণে গেলো ডিসেম্বরে জয়েসের সংসার ভাঙে। তবে সেটি জনসম্মুখে আসে গেলো বুধবার। সিডনির ‘ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকা ভিকি ক্যাম্পিয়ন গর্ভবতী বলে খবর প্রকাশ করে। এর পরদিনই জয়েস জাতীয় টেলিভিশনে ভিকির সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন।

বর্তমান জোট সরকারের অধীনে ভিকি উচ্চ বেতনের দুইটি পদে নিযুক্ত ছিলেন। জয়সের সঙ্গে সুসম্পর্কের কারণেই তিনি ওই সুবিধা পেয়েছিলেন বলে ধারণা করা হয়।

ভিকিকে চাকরি দেওয়ার সময় জয়েস তার সঙ্গে সম্পর্কের কথা মন্ত্রীদেরকে জানাননি বলে অভিযোগ উঠেছে। যদিও জয়েসের দাবি, ওই সময় যেহেতু ভিকি তার ‘সঙ্গী’ ছিলেন না তাই তিনি আইন ভাঙেননি।

তবে এখন হঠাৎ করে সম্পর্কের কথা প্রকাশ পেয়ে যাওয়ায় মারাত্মক চাপে পড়েছেন জয়েস। তার পদত্যাগের দাবি উঠেছে।

এদিকে পদত্যাগ করলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকে বড় ধরনের সমস্যায় পড়তে হবে। কারণ জয়েস পদত্যাগ করলে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ক্ষমতাসীনরা।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তার মৃত্যু
সিডনিতে শপিং মলে হামলা : প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ বর্ণনা
সিডনিতে শপিংমলে হামলা, নিহত ৭
আইপিএল না খেলার আসল কারণ জানালেন জাম্পা
X
Fresh