• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রেললাইনে সেলফি তুলতে গিয়ে তরুণীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫০

থাইল্যান্ডে বন্ধুর সঙ্গে রেলপথে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে জীবন হারিয়েছেন এক তরুণী। ওই তরুণীর এক বন্ধু জানিয়েছেন, ছবি তোলার আগে তারা মদ খেয়েছিলেন এবং ঠিক করেছিলেন রেললাইনের ওপর দাঁড়িয়ে তারা একটি ছবি তুলবেন। কিন্তু বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রেনটি দেখতে পাননি তারা। খবর বিবিসির।

ট্রেনের ধাক্কায় পা কাটা যাওয়ার পর ২৪ বছর বয়সী ওই তরুণীকে প্রথমে একটি হাসপাতালে নেয়া হয়। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় পরে ওই তরুণীর মৃত্যু হয়। ওই ঘটনায় তার ছেলে বন্ধু আহত হলেও প্রাণে বেঁচে গেছেন।

বৃহস্পতিবার সকালে ব্যাংককের সামসেন স্টেশনে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা উইসানুসাক সেউব-ইন। ওই পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ পেতে পারেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট!
--------------------------------------------------------

বিপজ্জনক স্থানে সেলফি তুলতে গিয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। দ্রুতগতিতে ধেয়ে আসা ট্রেনের সামনে দাঁড়িয়ে ভিডিও করার প্রবণতা ইদানিংকালে অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে। বিশেষ করে ভারতে তা দ্রুত বাড়ছে।