• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মেয়ে সন্তান জন্ম বন্ধ করে দেয়ার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০১

ভারতে মেয়ে সন্তান জন্ম বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন খাপ পঞ্চায়েতের নেতারা। ‘প্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়ের বিয়েতে কারও হস্তক্ষেপ করার অধিকার নেই’- দেশটির সুপ্রিম কোর্টের এই বার্তার পাল্টা হুঁশিয়ারি দিয়ে এমনটা বলেছেন খাপের নেতারা। খবর টাইমস অব ইন্ডিয়া।

খাপ পঞ্চায়েতের নেতারা বলেন, তাদের সমাজে দীর্ঘদিনের ঐতিহ্যে কোর্টের হস্তক্ষেপ মানা হবে না। আর যদি কেউ এ ব্যাপারে মাথা ঘামাতে চায়, তা হলে মেয়েদের জন্ম দেয়াই বন্ধ করে দেয়া হবে।

পরিবারের সম্মান রক্ষার নামে নবদম্পতিদের খুনের একের পর এক ঘটনায় খাপ পঞ্চায়েতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। খাপকে নিষিদ্ধ করার দাবি নিয়ে মামলা হয়েছে দেশটির সর্বোচ্চ আদালতে। ওই মামলাতেই প্রধান বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চ জানান, প্রাপ্ত বয়স্ক ছেলেমেয়ের বিয়ের সিদ্ধান্তের ব্যাপারে ব্যক্তি কিংবা সমাজ হস্তক্ষেপ করতে পারে না। সমাজের বিবেকের ভূমিকায় বসার দরকার নেই খাপ পঞ্চায়েতের। এরপরেই খাপ নেতারা এই হুমকি দিলেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: খালেদার রায় এবং রায় পরবর্তী ঘটনা পর্যবেক্ষণ করছে জাতিসংঘ
--------------------------------------------------------

বালন খাপের প্রধান নরেশ টিকায়েত বলেন, ‘সুপ্রিম কোর্টকে শ্রদ্ধা করি। কিন্তু আমাদের সমাজে যুগ যুগ ধরে চলে আসা ঐতিহ্যের ওপর কেউ হস্তক্ষেপ করতে চাইলে তা মেনে নেয়া যায় না। আদালত যদি এই ধরনের রায় দেন তাহলে আমরা মেয়েদের জন্ম দেয়াই বন্ধ করে দেব। আর তাদের উচ্চশিক্ষিত করব না, যাতে তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে।’

মালিক খাপের প্রধান রাজবীর সিংহ মালিক বলেন, ‘বড় বড় শহরে আধুনিকতার যে কুৎসিত প্রকাশ, সম্ভবত তাতেই প্রভাবিত হয়ে নিজেদের অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু তাদের বোঝা উচিত গ্রামের জীবন আলাদা। ঐতিহ্যকেই মেনে চলতে হবে আমাদের।’

তিনি আরও বলেন, ‘মেয়েদের পড়ানোর জন্য অনেক টাকা খরচ হয়। কিন্তু বড় হয়ে মেয়ে যদি অভিভাবকদের কিংবা সমাজকে অসম্মান করে সেটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।’

তোমর খাপের নেতা চৌধুরী সুরেন্দ্র সিংহ বলেন, ‘এটা নীতির ব্যাপার যা আমরা সন্তানদের শিখিয়েছি। এর মধ্যে কোর্টের কী করার আছে? আর ওদের কথা কে শোনে’।

খাপ নেতারা যেভাবে দেশটির সুপ্রিম কোর্টের বক্তব্যের সমালোচনায় নেমেছেন তাতে অনেকেই ক্ষুব্ধ। তাদের মতে, খাপের যে সংকীর্ণ মনোভাব সামনে উঠে এসেছে তাতে বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্টের কড়া অবস্থান কতটা জরুরি ছিল।

আরও পড়ুন:

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘স্বাধীনতার চেতনা ধ্বংস করার জন্য বিএনপির জন্ম’
সখীপুরে প্রবাসীর স্ত্রীর একসঙ্গে ৬ সন্তান জন্ম, বেঁচে নেই কেউ
ঈদযাত্রায় ট্রেনে সন্তান জন্ম দিলেন প্রসূতি
জন্মদিনে ভক্তদের যেভাবে চমক দিলেন আল্লু অর্জুন 
X
Fresh