• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অলিম্পিকে উত্তর কোরিয়ার নেতৃত্বে কিমের বোন

আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০৪

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুক্রবার পর্দা উঠছে শীতকালীন অলিম্পিকসের। উত্তর কোরিয়া এই আসরে অংশ নেবে সেটাও পুরনো কথা। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে দেশটির নেতা কিম জং উনের প্রভাবশালী বোন এই আসরে নেতৃত্ব দেবেন বলে নিশ্চিত করেছে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইলের ছোট মেয়ে কিম ইয়ো জংকে গেলো বছর পলিটব্যুরো হিসেবে পদোন্নতি দেয়ায় তিনি দেশটিতে একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠেন।

অলিম্পিকের অনুষ্ঠানে একই পতাকা তলে মার্চ করতে দেখা যাবে দুই কোরিয়াকে।

সাম্প্রতিক সময়গুলোতে দুই কোরিয়ার মধ্যে বরফ গলতে শুরু করলে পিয়ংইয়ং অলিম্পিকে অংশ নেয়ার ঘোষণা দেয়।

তবে বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়া অলিম্পিকে অংশ নিলেও পিয়ংইয়ং পারমাণবিক সক্ষমতা অর্জনের যে অভিলাষ তাতে খুব একটা ভাটা পড়বে না।

এদিকে যুক্তরাষ্ট্র মনে করছে উত্তর কোরিয়া অলিম্পিকে যোগ দিয়ে ফায়দা লুটতে চাচ্ছে। আর এজন্যই পিয়ংইয়ংকে টক্কর দিতে উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সকে পাঠাচ্ছে ওয়াশিংটন।

মাইক পেন্স বলেন, উত্তর কোরিয়া যাতে শীতকালীন অলিম্পিককে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সত্য আড়াল করতে না পারে আমরা সেটিই নিশ্চিত করার চেষ্টা করছি।

উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক রাষ্ট্র প্রধান কিম ইয়ং নামের সফরসঙ্গী হচ্ছে কিম ইয়ো জং।

উল্লেখ্য, কিম ইয়ো জং ও কিম জং উন একই মায়ের সন্তান।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্যারিস অলিম্পিকে এমবাপ্পেকে চান ফরাসি প্রেসিডেন্ট
যুদ্ধের জন্য সেনাবাহিনীকে জোর প্রস্তুতির নির্দেশ কিমের
খাদ্যের বিনিময়ে রাশিয়াকে ৬৭০০ কনটেইনার অস্ত্র দিয়েছে উ. কোরিয়া!
আলোচিত হারমোসোর গোলেই অলিম্পিকে স্পেন
X
Fresh