• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বন্দুক থেকে বাঁচান ছোটদের: ট্রাম্পকে আট বছরের এভা

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৪৪

দয়া করে বন্দুক থেকে বাঁচান ছোটদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে লেখা চিঠিতে এই আকুতি জানিয়েছিল সাউথ ক্যারোলাইনার আট বছরের মেয়ে এভা রোজ অলসেন।

গত বছরের ২৩ আগস্ট ট্রাম্পের উদ্দেশে লেখা চিঠিতে টাউনভিল শহরের অ্যালিমেন্টরি স্কুলের ছাত্রী এভা বলে, ‘প্রিয় মিস্টার প্রেসিডেন্ট, আমি সবটা শুনেছি, সব কিছু দেখেছি। আমার সবচেয়ে প্রিয় বন্ধুর গায়ে গুলি লেগেছিল। সে মারা গেছে। আমার খুব মন খারাপ। আমি ওকে খুব ভালবাসতাম। বন্দুক দেখলে আমার খুব ঘৃণা হয়। দয়া করে বন্দুক থেকে বাঁচান ছোটদের।’

কিছুদিন আগে অ্যালিমেন্টরি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় নিহত হয় এভার বন্ধু জেকব হল। হামলার ঘটনা নিজ চোখে দেখার পর থেকে আর স্কুল যেতে পারেনি সে। তাকে মনোবিদের কাছেও নেন তার বাবা-মা। কিছুদিন তাকে স্কুলে না পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। এক বিকেলে রান্নাঘরের টেবিলে খাতা-পেন্সিল নিয়ে চিঠিটা লেখে সে।

এভার চিঠির উত্তরে হোয়াইট হাউজের ঠিকানা থেকে গত ১৯ ডিসেম্বর পাঠানো চিঠিতে ট্রাম্প বলেন, ‘প্রিয় এভা, তোমার চিঠির জন্য অনেক ধন্যবাদ। তুমি খুব সাহসী। তোমার বন্ধু জেকবকে হারানোর কথা শুনে আমি ও মেলানিয়া ট্রাম্প খুব কষ্ট পেয়েছি।’

আরও পড়ুন:

কে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh