• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চাকরি করছেন ডেভিড ক্যামেরন

আরটিভি অনলাইন ডেস্ক

  ১২ অক্টোবর ২০১৬, ২০:১২

চাকরি করছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন । স্বেচ্ছাসেবী সংগঠন এনসিএস ( ন্যাশনাল সিটিজেন সার্ভিস) এ সম্প্রসারণমূলক কাজ করছেন তিনি।

মঙ্গলবার ডেইলি টেলিগ্রাফকে চাকরিতে যোগ দেবার কথা জানিয়েছেন ক্যামেরন। তিনি জানান, তার জীবনের সবচেয়ে গৌরবময় অর্জনের একটি হচ্ছে এনসিএস গঠন। ২ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ এখন এনসিএসের সঙ্গে যুক্ত।

এ সংস্থার মাধ্যমে কিশোর-কিশোরীদের স্বেচ্ছাসেবামূলক কাজে উদ্বুদ্ধ করবেন তিনি।

এনসিএস ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা করে। এ সংগঠনে অংশগ্রহণের মধ্য দিয়ে বিভিন্ন পর্যায়ে কিশোর-কিশোরীরা প্রশিক্ষণপ্রাপ্ত হয়। পরবর্তী সময়ে তারা দলীয়ভাবে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেয়।

এ প্রসঙ্গে ক্যামেরন বলেন, এর মাধ্যমে সামাজিক সেতুবন্ধন তৈরি হবে।

তার ভাষ্য, এ কাজের সুবাদে কিশোর-কিশোরীদের মধ্যে জীবনভর বন্ধুত্ব গড়ে ওঠে। তারা নিজেকে খুঁজে পায়, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বাড়ে। যা তাদের কর্মজীবনে প্রবেশে সহায়তা করে।

এপি/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh