• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভয়াবহ বায়ুদূষণে তেহরানের সব স্কুল-কলেজ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৮

ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ বায়ুদূষণের কারণে মঙ্গলবারও সেখানকার সব স্কুল বন্ধ রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সোমবার তেহরানে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ছিল। পরে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাওয়ায় তেহরান প্রদেশের চারটি এলাকা বাদ দিয়ে সব হাইস্কুল এবং কলেজও বন্ধ ঘোষণা করা হয়েছে।

তেহরানের পৌর কর্তৃপক্ষ বলছে, সোমবার তেহরানের বাতাসে ক্ষতিকর অণু প্রতি কিউবিক মিটারে ছিল ১৭৩ মাইক্রোগ্রাম যা পূর্বাঞ্চলে ২৩১ পর্যন্ত দাঁড়িয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভারতের হস্তক্ষেপ চাইলো মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট
--------------------------------------------------------

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ২৪ ঘণ্টায় বাতাসে প্রতি কিউবিক মিটারে সর্বোচ্চ ২৫ মাইক্রোগ্রাম পর্যন্ত অণু থাকতে পারে। এই ক্ষতিকর অণুর পরিমাণ বেশি থাকলে মানবদেহের ও শ্বাসযন্ত্রের ক্ষতি হয়।