• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আলেপ্পোয় রাশিয়ার বিমান হামলা জোরদার

অনলাইন ডেস্ক
  ১২ অক্টোবর ২০১৬, ১৭:০২

সিরিয়ার পূর্ব আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা জোরদার করেছে রাশিয়া। মঙ্গলবার কয়েক দফা বিমান হামলায় অন্তত ২৫ জন নিহত হবার খবর জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থাগুলো।

গেল মাসে রুশ-মার্কিন অস্ত্রবিরতি চুক্তি ভেঙে যাবার পর বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকা থেকে সাধারন মানুষকে নিরাপদ স্থানে সরে যাবার সুযোগ দিতে রুশ বাহিনীর হামলা বন্ধ ছিল কয়েকদিন।

সিরিয়া ইস্যুতে বিতর্কের জেরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফ্রান্স সফর বাতিলের পর আবারো শুরু হয় অভিযান। এদিকে চলমান সংঘাত বন্ধে সিরিয়ায় নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে রাশিয়া ও ইরান।

মঙ্গলবার ফোনালাপে এ আহ্বান জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। কূটনৈতিক উপায়েই সিরিয়া সংকট সমাধান সম্ভব বলে মনে করছেন এ দু’ পররাষ্ট্রমন্ত্রী।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh